Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ বছর পর ঝালকাঠি সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

একশ’ শয্যায় উন্নীত হওয়ার ১৯ বছর পর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রশাসনিকভাবে আলাদা করা হয়েছে ঝালকাঠি সদর হাসপাতাল। গতকাল সোমবার থেকে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন ডা. এইচ এম জহিরুল ইসলাম। তিনি পটুয়াখালী সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে সহকারী পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদন্নোতি পেয়েছেন। পরে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন। এর আগে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতেন ঝালকাঠির সিভিল সার্জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এখন থেকে হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান, নিয়ন্ত্রণ ও হাসপাতালে সকল সেবা কার্যক্রম তদারকি করবেন নবনিযুক্ত তত্ত্ববধায়ক। পাশাপাশি এ হাসপাতালের উন্নয়ন কর্মকাণ্ডও তত্ত্বাবধায়কের দায়িত্বে পরিচালিত হবে। ইতোপূর্বে ডা. এইচ এম জহিরুল ইসলাম ঝালকাঠি সদর হাসাপাতালের মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ১৯৮৩ সালে ৫০ শয্যা নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালের কার্যক্রম শুরু হয়।
পরে ২০০৩ সালে একশ’ শয্যায় উন্নীত হয়। তখন থেকে তত্ত্বাবধায়ক পদ সৃষ্টি হয় সদর হাসপাতালটিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৯ বছর পর ঝালকাঠি সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ