Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১:৩৪ পিএম

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে লিটন তালুকদার (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক লিটন তালুকদার পূর্ব কামদেবপুর গ্রামের হানিফ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক লিটন তালুকদার বাড়ির কাছের জমিতে বোরা ধানের আবাদ করে। ক্ষেতের ধান যাতে ইঁদুরে খেয়ে ফেলতে না পারে সেজন্য তিনিগতকাল মঙ্গলবার বিদ্যুতের ফাঁদ তৈরি করেন।রাতে তিনি ওই ফাঁদে ইঁদুর মারা যায়কিনা তা পরীক্ষা করতে যান। এ সময় নিজের পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজন রাতে ধানক্ষেতের মধ্য থেকে মৃত উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বুধবার সকালে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ