Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যাক স্প্যারোর ভূমিকায় জনি ডেপকে ফিরিয়ে আনতে আরও এক লক্ষ সমর্থন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

২০১৭তে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম পর্ব ও শেষ পর্ব ‘ডেড ম্যান টেল নো টেলস’/ ‘সালাজার’স রিভেঞ্জ’ মুক্তি পাবার পর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজটি দৃশ্যত বাক্সবন্দি হয়ে আছে। সিরিজের প্রধান চরিত্র জ্যাক স্প্যারোর ভূমিকায় জনি ডেপ বাদ পড়ার কারণেই এই অচলাবস্থা। একদিকে ডিজনি স্টুডিও যখন ক্যাপ্টেন স্প্যারোর ভূমিকায় একজন অভিনেতাকে খুঁজে চলেছে অন্য দিকে এই ভূমিকায় জনি ডেপের সমর্থকরা তাকে ফিরিয়ে আনতে তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা চেঞ্জ ডট ওআরজি ওয়েব সাইটের মাধ্যমে সমর্থন সংগ্রহ শুরু করে। প্রাথমিক লক্ষ্য ছিল ৫ লক্ষ সমর্থন সংগ্রহ। নভেম্বর ২০২০-এ শুরু এই কার্যক্রমের লক্ষ্যমাত্রা বেশ আগেই ছাড়িয়েছে। লক্ষ্যের দ্বিগুণ সমর্থন সংগ্রহের উদ্দেশে আরও ১ লক্ষ্য সমর্থন সংগ্রহ হয়েছে। এর মধ্যে সাত লাখের কাছাকাছি সমর্থন পাওয়া গেছে। উল্লেখ্য, ডেপের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের আনা ‘গার্হস্থ্য সহিংসতা’র মামলার পর স্টুডিও ডেপকে তাদের সফল ফ্র্যাঞ্চাইজ থেকে বাদ দেবার সিদ্ধান্ত নেয়। তবে স্টুডিও জানায়, তারা কখনও আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেয়নি। ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজকে ফিরিয়ে আনার জন্য ডিজনি অনেক কসরত করে চলেছে। এমনকি নারীকেন্দ্রিক রিবুটের কথাই ভাবছে। তবে জ্যাক স্প্যারো ছাড়া ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’এর মূল্য কত? আর জ্যাক স্প্যারোর ভূমিকায় কে ডেপকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনি ডেপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ