Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ কি সত্য?

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি জানা গেছে অ্যাম্বার হার্ড তার স্বামী জনি ডেপের বিরুদ্ধে আনা গার্হস্থ্য সহিংসতার অভিযোগের পক্ষে নজির হিসেবে একটি ভিডিও আদালতে জমা দিয়েছেন।
এই ভিডিও নিদর্শনটির সত্যতা প্রশ্ন সাপেক্ষ হলেই সংবাদ মাধ্যম জানিয়েছে এতে জনিকে অ্যাম্বারের ওপর উন্মত্ত পর্যায়ে রাগ দেখাতে দেখা গেছে। এতে জনিকে ওয়াইনের বোতল আর গাস ছুড়তে দেখা গেছে বলে জানান হয়েছে।
জানা গেছে ২১ মে জনির হাতে অ্যাম্বারের কথিত শারীরিকভাবে নির্যাতিত হবার একমাস আগে এই ভিডিওটি ধারণ করা হয়েছিল।
ভিডিওতে হার্ড জিজ্ঞাসা করেন, “কী হয়েছে?” ডেপ তার ভাঙচুর অব্যাহত রেখে জবাব দেন, “আজ সকালে কিছুই ঘটেনি, তুমি তো জান।“
ডেপ বলেন, “তুমি এখানে ছিলে?” হার্ড জবাব দেন, “না”, ডেপ আবার বলেন, “তাহলে আজ সকালে তোমার ওপর কিছু ঘটেনি।”
জনি এরপর অজানা কোন কারণে বলেন “খুব মিষ্টি আর চমৎকার” আর হার্ড দুঃখ প্রকাশ করেন।
এরপর জনি বড় একটি বোতল হাতে নিয়ে বলেন, “তুমি পাগলামি দেখতে চাও? আমি তোমাকে দেখাব পাগলামি কাকে বলে।”
জনি ডেপের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে ভিডিওটি ভীষণভাবে সম্পাদিত এবং এর এক অংশে অভিনেত্রীটিকে হাসতে দেখা যায়।
শুধু সম্পাদিত বলেই নয় ডেপকে না জানিয়ে ধারণ করা হয়েছে বলে ভিডিওটি আদালত গ্রহণ করবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ কি সত্য?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ