Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাম্বার রোজের বিবাহবিচ্ছেদের আবেদনের পর জনি ডেপ মুখ খুললেন

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

অভিনেতা জনি ডেপ জানিয়েছেন, অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে তার ‘স্বল্পস্থায়ী সম্পর্কের’ উদ্ভূত জটিলতা দ্রুত মীমাংসা হবে। তিনি তার মুখপাত্রের মাধ্যমে এই কথা প্রকাশ করেছেন। গত সপ্তাহের প্রথম দিকে হার্ড, ৩০, মীমাংসার অযোগ্য মতপার্থক্যের যুক্তি দেখিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
“তার দাম্পত্য জীবনের স্বল্প স্থায়িত্ব আর অতিসাম্প্রতিক তার মায়ের দুঃখজনক মৃত্যুর কারণে জনি তার একান্ত জীবন নিয়ে অশালীন ভুয়া গালগল্প, গুজব, ভুল তথ্য এবং মিথ্যাচারে সাড়া দেবেন না। আশা করছি তার ‘স্বল্পস্থায়ী দাম্পত্য জীবন’ নিয়ে উদ্ভূত সমস্যাটি অতি দ্রুত মীমাংসা হবে,” ডেপের মুখপাত্র এক বিবৃতিতে বলেন। এই দুই তারকার প্রথম সাক্ষাৎ হয় ২০১১তে ‘দ্য রাম ডায়েরি’ চলচ্চিত্রের সেটে। ২০১৫’র ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন। এই দম্পতির কোনও সন্তান নেই তবে আগের সঙ্গিনী ভ্যানেসা পারাদির ডেপের দুটি সন্তান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাম্বার রোজের বিবাহবিচ্ছেদের আবেদনের পর জনি ডেপ মুখ খুললেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ