Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি মাসেই অ্যাম্বার হার্ড-জনি ডেপের আইনি লড়াই নিয়ে ফিল্ম ওটিটিতে!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আইনি লড়াই নিয়ে তৈরি হচ্ছে ফিল্ম ‘হট টেক: দ্য ডেপ/হার্ড ট্রায়াল’ নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। শিগগির স্ট্রিমিং সার্ভিস ‘টুবি’তে মুক্তি পাবে এই ছবি।
‘ভ্যারাইটি’র সূত্রে জানা গেছে, এই ফিল্মে জনি ডেপের চরিত্রে অভিনয় করবেন মার্ক হাপকা ও অ্যাম্বারের চরিত্রে অভিনয় করবেন মেগান ড্যাভিস। ফিল্মটি পরিচালনা করছেন সারা লোহম্যান। এর আগে এই নির্মাতা হরর ফিল্ম ‘গ্রিড’ নির্মাণ করেছিলেন।
‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হিসেবে সারাবিশ্বে নন্দিত হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলার ব্যাপারে সবার জানা। বহুল আলোচিত এই মামলার রায় জুনে ঘোষণা করা হলেও, শেষ হয়নি বিতর্ক। তাই এখনো এই মামলা নিয়ে জনগণের আগ্রহ তুঙ্গে। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আলোচিত এই প্রাক্তন জুটির মামলা ও সেই সংক্রান্ত গত কয়েক মাসের ঘটনাবলি নিয়ে তড়িঘড়ি করে সিনেমা নির্মাণ করে মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। ‘টুবি’তে বিনামূল্যে দেখা যাবে এই ছবি। ছবিটি সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেননি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলতি মাসেই অ্যাম্বার হার্ড-জনি ডেপের আইনি লড়াই নিয়ে ফিল্ম ওটিটিতে!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ