Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনি ডেপ-অ্যাম্বার হার্ড ছাড়াছাড়ি নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

হলিউডের তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের বিচ্ছেদের কথা বিশ্বরে সবার জানান। এই তিক্ততা নিয়ে ‘জনি ভার্সেস অ্যাম্বার’ নামে প্রামাণ্য সিরিজ নির্মিত হবে ডিসকভারি প্লাস স্ট্রিমিং সার্ভিসের জন্য। দুই অভিনয়শিল্পীর নিজস্ব বক্তব্য নিয়ে নির্মিত হবে দুই পর্বের এই প্রামাণ্যচিত্র। এই মামলার প্রথম পর্বে থাকবে ডেপের কথা তিনি তার দাবী করা ‘মেকিয়াভেলীয় মিথ্যুক’ মতের পক্ষে তার সাফাই দেবেন। অন্য দিকে হার্ডের দাবী ছিল তার তদানীন্তন স্বামী একজন ‘মাদকের প্রভাবে একজন সহিংস দানব’। দুই পক্ষের আইনজীবীদের সাক্ষাতকার অন্তর্ভুক্ত থাকবে এই প্রামাণ্যচিত্রে। নিক হর্নবি, ফ্র্যান বেকার এবং ম্যাট রাইট নির্বাহী প্রযোজনা করবেন এটি। হর্নবি বলেন, ‘আদালতে উত্থাপন করা রেকর্ডিং, হোম ভিডিও এবং টেক্সট বার্তার মাধ্যমে দর্শকরা তাদের এই বিচ্ছেদ সম্পর্কে এক বিষদ ধারণা অর্জন করবে। গার্হস্থ্য সহিংসতার ভুল আর বিভ্রম সম্পর্কে তার অনেক তথ্য পাবে।’ হার্ড গত এপ্রিলে কন্যা ওনা পেইজের মা হয়েছেন। ডেপ পেশাগত ও একান্ত জীবনে বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছেন। তারা ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত দাম্পত্য জীবন কাটিয়েছেন। দীর্ঘ আইনি বিবাদের পর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। হার্ড ‘আকুয়াম্যান টু’তে জেসন মোমোয়ার সঙ্গে তার চরিত্রে ফিরবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনি ডেপ-অ্যাম্বার হার্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ