Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার ‘জ্যাক স্প্যারো’ জনি ডেপ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

এমন নয় যে জনি ডেপ আবার ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর আগামী পর্বে পাইরেট জ্যাক স্প্যারোর ভূমিকায় ফিরছেন। তবে তার সেই আইকনিক সাজে অন্তত একজন ভক্ত আরেকবার দেখেছে তাকে। ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্ট্রি’ তারকা বিশেষ অতিথি হিসেবে ফ্রান্সের দভিল অ্যামেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছে। এখানে তার আগামী ফিল্ম ‘সিটি অফ দ্য লাইজ’-এর স্ক্রিনিং হয়েছে। চলচ্চিত্রোৎসবে এক বালক জ্যাক স্প্যারোর সাজে ডেপের সামনে উপস্থিত হয়, তার হাতে একটি কাগজের একটি বোর্ডে চরিত্রটির ছবির সঙ্গে লেখা ছিল ‘জনি আই লাভ ইউ’; ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে। শিশুটির সঙ্গে কথা বলেন ডেপ একেবারে স্প্যারো’র মত। ডেপ তাকে স্প্যারোর মত আওয়াজে জিজ্ঞাসা করেন, “তুমি কি দেখেছ তোমাকে কেমন দেখাচ্ছে?” ছেলেটি বলে, “কারণ, আমি জানি আমাকে যখন এমন দেখায়, দেখতে অন্যরকম লাগলেও, আমি একই মানুষ থাকি। আপনাকেও এমনই লাগে। তবে আপনাকে আমার চেয়ে বয়সে বেশি দেখায়।” ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজ ছাড়াও ডেপ বেশ কিছু ফিল্মে অসাধারণ পারফরমেন্সের দর্শকদের মন জয় করেছেন। ‘সিটি অফ লাইজ’ ফিল্মে ডেপ এক পুলিশ গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন যে র‌্যাপ গায়ক নটোরিয়াস বিগ-এর হত্যা তদন্ত করেছে। ডেপ হয়তো স্প্যারোর ভূমিকায় আর ফিরবেন না তবে ভক্তদের মনে তিনি সবসময় এই চরিত্রের জন্য স্মরণীয় হবে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনি ডেপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ