Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বলিউডে অমৃতা টাঙ্গানিয়ার অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালের অমৃতা টাঙ্গানিয়ার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। আসন্ন থ্রিলার ‘ড্রিমি সিং’য়ে অমৃতা এক যাযাবর তরুণীর ভূমিকায় অভিনয় করবেন। সমীর ভাটনগরের পরিচালনায় ‘ড্রিমি সিং’ ফিল্মটিতে আরও অভিনয় করবেন কাশ্মিরা শাহ এবং অস্মীত পাটেল। এই বিশাল সুযোগ পেয়ে অমৃতা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার চরিত্র সম্পর্কে অমৃতা বলেন, আমি ‘ড্রিমি সিং’য়ে ম্রুদুলা নামে এক বানজারাঁ (যাযাবর) মেয়ের ভূমিকায় অভিনয় করব। এটি খুব আকর্ষণীয় চরিত্র। কাজ করে আনন্দ পাচ্ছি। আমার ভক্তরা আমাকে একেবারে নতুন রূপে দেখতে পাবে। আমরা এখন হরিদ্বারে শুটিংয়ে অংশ নিচ্ছি। অমৃতাকে সর্বশেষ দেখা গেছে ‘ফির লওট আয়ি নাগিন’-এ এক নাগিনের ভূমিকায়। তিনি আরও বলেন, টেলিভিশন ও ওয়েব শোতে কাজ করার পর শেষ পর্যন্ত এখন বলিউডের একটি ফিল্মে কাজ করছি। আমি বড় পর্দায় কাজ করা পুরোদমে উপভোগ করছি এবং ভবিষ্যতে আরও কাজ করার আশা করছি। আয়ুষ্মান খুরানা, সালমান খান, অজয় দেবগনের মত তারকাদের সঙ্গে একদিন কাজ করতে পারব আশা করি। আমার পরিশ্রম আর মনোযোগ আমাকে একদিন আমার স্বপ্ন সত্যে পরিণত করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ