মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোটেল, বার, সাংস্কৃতিক কেন্দ্র ও গণপরিবহনের জন্য ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে ফ্রান্স। দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড মহামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কড়াকড়ি আরোপ করেছে দেশটি। এ নিয়ে সিনেটে একটি ভোটাভুটি হয়। এতে ভ্যাকসিন পাসের পক্ষে ভোট পড়ে ২৪৯টি এবং এর বিরুদ্ধে ভোট পড়ে ৬৩টি। এর আগে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে এ মাসের প্রথম সপ্তাহে এই আইনটি পাস হয়।
তবে এই আইন নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন লা প্যারিসিয়ান সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভ্যাকসিন না নেয়াদের জীবন কঠিন করতে চান।
তার এমন মন্তব্যকে আগ্রাসী হিসেবে আখ্যায়িত করে এর বিরোধিতা করেন অনেক আইনপ্রণেতা। বুধবার ফ্রান্সে নতুন করে ৩ লাখ ৬১ হাজার ৭১৯ জনের কোভিড শনাক্ত হয়। এ ছাড়া এদিন কোভিডে নিহত হয়েছেন ২৪৬ জন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।