Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:৩৫ পিএম

বলিউডে আবার শুরু হয়েছে করোনার তাণ্ডব। কারিনা কাপুর, অমৃতা অরোরার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন নৃত্যশিল্পী ও বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। করোনার থাবায় দুর্বল হয়ে পড়েছেন তিনি। উঠতেই পারছেন না বিছানা থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর নিজেই জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত তিনি। কোভিডের খুব শক্ত পোক্ত প্রভাব পড়েছে তার উপর। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বিগত কয়েক দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারছেন না তিনি। সকলকে মাস্ক পরার এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

অভিনেত্রীর কথায়, সকলের উপর করোনার আলাদা আলাদা প্রভাব পড়ছে। তার উপর করোনার বড়সড় প্রভাব পড়েছে। এই মুহূর্তের নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন তিনি। নোরার মতে, স্বাস্থ্যের থেকে জরুরি আর কিছু নেই। সকলকে সুস্থ এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রীর মুখপাত্র এক বিবৃতি জারি করে জানিয়েছেন, সমস্ত প্রোটোকল মেনে কোয়ারেন্টিনে রয়েছেন নোরা। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই পুরনো ছবি এড়িয়ে চলার অনুরোধ করেছেন তারা।

উল্লেখ্য, কিছুদিন আগেই কারিনা কাপুর খান করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে তার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও আক্রান্ত ছিলেন। এছাড়া অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় ও কিংবদন্তি অভিনেতা কমল হাসানও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ