মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্রিসের সাবেক প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াস মারা গেছেন। তিনি ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার ৯২ বছর বয়সী কারোলোসের মৃত্যু হয়েছে বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।
১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কারোলোস। এর আগে ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সমাজতান্ত্রিক পাসক পার্টির শীর্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাসোক পার্টির প্রয়াত নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আন্দ্রেয়াস পাপানড্রেয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন কারোলোস।
এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট কারোলোসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গ্রিসের বর্তমান প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপাউলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি দখলদারিত্ব এবং ১৯৬৭ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালনের জন্য কারোলোসের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।