Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এক লাখেরও কম টাকায় বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:১৩ পিএম

সালমান খান বলিউডের অন্যতম বড় সুপারস্টার। তবে আজীবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থেকেছেন তিনি। শহুরে জীবনে মন আটকে গেলে পানভেলের বাগানবাড়িতে সময় কাটান অভিনেতা। কিন্তু এর বাইরেও মুম্বাইয়ে একাধিক ফ্ল্যাটের মালিক তিনি। যেগুলোতে কোনওদিনই থাকেননি অভিনেতা। তেমনই এক খালি পড়ে থাকা ফ্ল্যাট এবার ভাড়া দিচ্ছেন বলিউডের ভাইজান।

জানা গেছে, মাসে মাত্র ৯৫ হাজার টাকায় ওই অ্যাপার্টমেন্ট ভাড়ায় দেবেন অভিনেতা। আবাসনের ১৪ তলায় অবস্থিত সালমানের এই অ্যাপার্টমেন্টের বিস্তার ৭৫৮ স্কয়ার ফিট। গত ৬ই ডিসেম্বর ৩৩ মাসের ভাড়ার চুক্তি সই হয়েছে। যে ব্যক্তি এই ফ্ল্যাটটি ভাড়া নেবেন, তিনি আগাম দিয়েছেন ২.৮৫ লক্ষ টাকা এবং ৩৩ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বান্দ্রার শিব আস্থান হাইটসে সালমানের এই অ্যাপার্টমেন্ট।

মুম্বইয়ের এই অ্যাপার্টমেন্ট বাদেও সালমানের বহু সম্পত্তি রয়েছে। সালমান খান ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের আওতায় বান্দ্রার এক ডুপ্লেক্সও ভাড়া দিয়েছেন এই অভিনেতা। সেই দু'তলা অ্যাপার্টমেন্টের জন্য মাসিক ভাড়া নির্ধারিত হয়েছে ৮.২৫ লক্ষ টাকা। মাকবা হাইটসের ১৭ এবং ১৮ তলায় রয়েছে ভাইজানের ওই ডুপ্লেক্স।

শুধু সলমানই নয়। সম্প্রতি মুম্বাইতে একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। বিগবির এই ফ্ল্যাট ভাড়ায় নিয়েছেন অভিনেত্রী কৃতী স্যানন। প্রতি মাসে ১০ লাখ টাকা দিচ্ছেন অভিনেত্রী। ৬০ লক্ষ টাকা জমা রেখেছেন কৃতী।

উল্লেখ্য, সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘অন্তীম’। এছাড়া বিগ বস এর ১৫তম মৌসুমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন তিনি। সালমান খানকে আগামীতে দেখা যাবে ‘টাইগার ৩’ সিনেমায়। এই সিনেমাতে ভাইজানের নায়িকা সদ্যবিবাহিতা ক্যাটরিনা কাইফ। শিগগিরই সিনেমাটির বাকি পর্বের শ্যুটিং শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ