Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলগালা করা হয়েছে সাইফ-কারিনার বাড়ি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১১:২৩ এএম

বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে চিন্তিত সবাই। এমন সময় বলিউডে আবারো হানা দিয়েছে ভাইরাসটি। সোমবারই অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা অরোরার কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে এসেছে। করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন কারিনা-অমৃতারা, এমন অভিযোগ করেছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। তাদের আরো দাবি, কোভিড আক্রান্ত কারিনা সঠিক তথ্য দিচ্ছেন না। আর সেই কারণে সিলগালা করে দেওয়া হয়েছে সাইফ-কারিনার বাড়ি।

বিএমসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে। উনি এখনও পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে'।

এছাড়া গত কয়েকদিনে কারিনা-অমৃতার সংস্পর্শে যারা এসেছেন প্রত্যেককে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) পক্ষ থেকে করোনা টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইনস্টাগ্রাম পোস্টে কারিনা জানান, আক্রান্ত হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আইসোলেড করে নিয়েছি এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। এখন ভালো আসছেন, খুব দ্রুত সুস্থ হবেন বলেও আশা প্রকাশ করেন।

চলতি সপ্তাহেই কারিনা-অমৃতারা তাদের বন্ধু ও বোনেদের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন। রিয়া কাপুরের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টিতে শামিল হয়েছিলেন কারিশমা, মালাইকারাও। তাদের রিপোর্ট পজিটিভ কিনা জানা যায়নি। চলতি সপ্তাহে করণ জোহরের পার্টিতেও যোগ দেন দুজনে, সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, অর্জুন কাপুররা।

উল্লেখ্য, কারিনা কাপুর খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে আমির খানকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ