Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতো নিরাপত্তার মাঝেও ক্যাট-ভিকির বিয়ের ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১০:৩২ এএম

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের প্রত্যক্ষ সাক্ষী থাকলেন সবচেয়ে কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। এদিন বিকালে বারওয়ারা ফোর্টে বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির সাজানো লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা।

আগে থেকেই জানা ছিলো ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়েতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আর এজন্য পানির মতো অর্থ ব্যয় করছেন তারা। উপরি নিরাপত্তার জন্য প্রায় ১৫০ জন নিরাপত্তাকর্মী নিযুক্ত করেছিলেন এই দুই তারকা। এত কিছুর মাঝেও বিয়ের দিন ছবি ফাঁস হওয়া আটকাতে পারল না তারা। প্রকাশ্যে চলে আসে তাদের বিয়ের ছবি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কাচের কাজ করা পাল্কিতে মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পাল্কি। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি। শিশমহলের ভিতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে। আর মন্ডপের চারদিকে তাঁবু খাটানো হয়েছিলো অতিথিদের জন্য। সাথে ছিলো ভুরিভোজ। ৮০ কেজি ওজনের ১০ ধরনের মিষ্টি এসেছে বিয়েতে। কাটা হয়েছে চার লাখ টাকার কেকও।

১০০ কোটি রুপিতে ‘বিয়ের ভিডিও’ বিক্রি করবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। কিনবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। এজন্যই হয়তো বিয়েছে কোনো ধরণের ক্যামেরা ব্যবহারের অনুমতি দেননি এই তারকা যুগল। কিন্তু এতো গোপনীয়তার মধ্যেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তারা। দূর থেকেই বর-কনের বেশে লেন্সবন্দি হয়েছেন দুই তারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ