Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোমটা ছাড়া ফটোশুট করে তোপের মুখে পাকিস্তানি মডেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৪:৪৯ পিএম

পাকিস্তানের একটি গুরুদ্বারে গিয়ে ফটোশুট করে বিপাকে পড়েছেন দেশটির অন্যতম জনপ্রিয় মডেল সুলেহা লালা। এই উপাসনালয়ে ছবি তোলার সময় মাথায় কাপড় ছিল না তার। আর এতেই বেঁধেছে বিপত্তি। বিষয়টি নিয়ে আপত্তি জানায় শিখ সম্প্রদায়। বিষয়টি একেবারে অনিচ্ছাকৃত ছিল জানিয়ে রাতারাতি ক্ষমা চেয়ে নেন সুলেহা লালা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা জানায়, সম্প্রতি ওই মডেল পাকিস্তানের কর্তারপুরের গুরুদ্বারা দরবার সাহেব কমপ্লেক্সে ফটোশুট করে সেসব ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ছবিতে দেখা যায়, সুলেহা গুরুদ্বারের দিকে পিছনে ফিরে পোজ দিচ্ছেন এবং তার মাথায় কাপড় নেই!

তার এই ফটোশুটের ছবি নজরে আসে শিখ সম্প্রদায়ের। ছবি দেখেই দিল্লি শিখ গুরুদ্বার কমিটির প্রেসিডেন্ট মন্জিন্দর সিং ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে তিনি টুইটও করেন। টুইটে তিনি দাবি করেন, পবিত্রস্থানের মর্যাদাহানি করছেন সুলেহা লালা।

এছাড়া শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছেও অভিযোগ জানানো হয়।

জানা গেছে, সাধারণত মাথা ঢেকে গুরুদ্বারে প্রবেশ করার নিয়ম সর্বত্র। কিন্তু সুলেহা লালা মাথা না ঢেকেই গুরুদ্বারের অন্দরে বিভিন্ন স্থানে ফটোশুট করছিলেন। তাতেই রেগে যান শিখ সম্প্রদায়ের একাংশ।

উল্লেখ্য, পাকিস্তানে সুলেহা লালা মডেলিংয়ের পাশাপাশি ‘মান্নত’ নামের একটি অনলাইন ক্লোদিং স্টোর চালান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ