Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধেক শরীর নিয়েই শিকার করছে হাঙর, ভাইরাল ভিডিও!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৫:১০ পিএম

পেটের নীচ থেকে অনেকটা অংশ খুবলে খাওয়া। সেই অবস্থাতেই শিকার করতে দেখা গেল এক বিশালাকায় হাঙরকে। সেই দৃশ্য ধরা পড়েছে বিজ্ঞানী মারিয়ো লেব্রাতোর ক্যামেরায়।

দ্য সান-কে লেব্রাতো জানিয়েছেন, অন্য হাঙরের হামলায় আহত হয়েছে এই হাঙরটি। হাঙর হাঙরকে খায়, এ ঘটনা স্বাভাবিক। কিন্তু শরীরের বিশাল অংশ গায়েব হওয়া সত্ত্বেও কী ভাবে জখম হাঙরটি শিকার করছে তা ইতিমধ্যেই তাঁকে ভাবিয়ে তুলেছে বলে জানিয়েছেন লেব্রাতো।

মোজাম্বিকে সমুদ্রের এক-দু’মিটার গভীরে এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন লেব্রাতো এবং তার দল। হাঙরটি ওই অবস্থায় প্রায় ২০ মিনিট বেঁচে থাকার পর মারা যায়।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর অধ্যাপক মিকান বলেন, “কোনও একটা নির্দিষ্ট প্রজাতির হাঙর অন্য প্রজাতির হাঙরের উপর হামলা চালাচ্ছে বিষয়টি এমন নয়। বেশ কিছু প্রজাতির হাঙরের মধ্যেও এমন আচরণ লক্ষ্য করা গিয়েছে।” সূত্র: নিউইয়র্ক পোস্ট।

ভিডিও লিঙ্ক: https://nypost.com/2021/11/24/video-shows-half-eaten-zombie-shark-still-looking-for-prey/



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ