প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইটালির ফ্যাশন হাউস ‘গুচি’র পরিবারের ঘটনা নিয়ে ‘হাউস অফ গুচি’ মুভিটি তৈরি হয়েছে। মঙ্গলবার লন্ডনে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ নভেম্বর।
ইটালির ফ্যাশন হাউস ‘গুচি’র উত্তরাধিকারী মাওরিসিয়ো গুচিকে ১৯৯৫ সালে হত্যা করা হয়। হত্যার দায়ে জেল খাটেন তার স্ত্রী পাট্রিৎসিয়া রেজ্জানি। রেজ্জানির ভূমিকায় অভিনয় করেছেন লেডি গাগা। ‘গুচি’র উত্তরাধিকারী মাওরিসিয়ো গুচির সঙ্গে ১৯৭২ সালে পাট্রিৎসিয়া রেজ্জানির বিয়ে হয়েছিল। ১৯৯৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এর একবছর পর মিলানে একজন হিট ম্যানের হাতে মাওরিসিয়ো গুচি খুন হন। হত্যার পরিকল্পনার দায়ে রেজ্জানি ১৮ বছর জেল খাটেন। ২০১৬ সালে তিনি মুক্তি পান। এই ঘটনা ভিত্তি করে মুভিটি তৈরি হয়েছে।
পাট্রিৎসিয়া রেজ্জানির ভূমিকায় অভিনয় করেছেন লেডি গাগা। এর আগে ‘এ স্টার ইজ বর্ন’ মুভিতে গান গেয়ে সেরা অরিজিনাল সং ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন তিনি। আর মুভিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। মাওরিসিয়ো গুচির কাজিনের চরিত্র অভিনয় করেছেন জেরেড লেটো। মেকআপের কারণে মুভিতে লেটোকে প্রায় চেনাই যায় না। মেকআপ করতে তার প্রায় ছয় ঘণ্টা লাগতো বলে সম্প্রতি রয়টার্সকে জানান তিনি।
হাউস অফ গুচি মুক্তি পাচ্ছে ২৪ নভেম্বর। রিডলি স্কটের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, অ্যাল প্যাচিনো, সালমা হায়েক ও জেরেমি আয়নস। সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।