Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মুভিমোগলখ্যাত বিশিষ্ট প্রযোজক এবং শিল্পপতি এ কে এম জাহাঙ্গীর খান আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গতকাল শনিবার সকাল দশটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থ্যতায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। দুই সপ্তাহ আগে তিনি অসুস্থ্য হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। বাদ মাগরিব গুলশান কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুগদায় তার প্রতিষ্ঠিত মসজিদে বাদ এশা জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। এ কে এম জাহাঙ্গীর খান তার প্রযোজনা প্রতিষ্ঠান আলমগীর পিকচার্সের ব্যানারে ৪৩টি সিনেমা প্রযোজনা করেন। এর মধ্যে নয়নমণি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, কি যে করি, শুভ দা, চন্দ্রনাথ, আলী বাবা ৪০ চোর, রঙিন রূপবান, রঙিন কাঞ্চনমালা, প্রেম দিওয়ানা, বাবার আদেশ, ডিসকো ড্যান্সার, রঙিন নয়নমনি উল্লেখযোগ্য। তার প্রতিটি চলচ্চিত্র ছিল ব্যবসা সফল। একের পর এক ব্যয়বহুল ও তারকাখচিত চলচ্চিত্র নির্মাণ করার কারণে চলচ্চিত্রে তিনি মুভি মোগল হিসেবে পরিচিতি লাভ করেন। চলচ্চিত্রে অবদান রাখা স্বরূপ অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হন। চলচ্চিত্র ব্যবসা তার মূল পেশা না হলেও চলচ্চিত্রকে ভালবেসে তিনি এ ব্যবসায় জড়িত হয়ে পড়েন। একজন সমাজসেবক এবং দানশীল ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি ব্যাপক পরিচিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের সেবা করে গিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুভি মোগল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ