Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য লেগো মুভি টু : দ্য সেকেন্ড পার্ট

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ এএম


মাইক মিচেল পরিচালিত এনিমেশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘দ্য লেগো মুভি টু : দ্য সেকেন্ড পার্ট’। ‘ড্যুস বিগেলো : মেইল জিগোলো’ (১৯৯৯), ‘সারভাইভিং ক্রিসমাস’ (২০০৪), ‘স্কাই হাই’ (২০০৫), ‘শ্রেক ফরএভার আফ্টার’ (২০১০), ‘অ্যালভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস : চিপরেকড’ (২০০১১) এবং ‘ট্রলস’ (২০১৬) মিচেল পরিচালিত চলচ্চিত্র।
ব্রিকসবার্গ স্কোয়াড ফিরেছে, চিরাচরিত ভাবে ছোট ছোট টুকরোয়। পাঁচবছর আগের সেই লেগোল্যান্ড আর সে রকম নেই। এখন পড়ো অঞ্চলে পরিণত হয়েছে। সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে শুধু এমেটকে (ভয়েস : ক্রিস প্র্যাট) ছাড়া। এরপরই শুরু হয় মহাকাশ থেকে লেগো ডুপ্লো ইনভেডারদের আক্রমণ। লেগোল্যান্ডের অধিবাসীরা যতটা পুনর্নির্মাণ করেছিল তার প্রায় সবই ধ্বংস করে দেয় হানাদাররা। হিরোরা নগরের ফটক বন্ধ করার চেষ।টা করেও আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়। জেনারেল মেইহেম তাদের নেত্রী লুসিকে (ভয়েস : এলিজাবেথ ব্যাঙ্কস) বন্দি করে নিয়ে যায়। লুসিকে উদ্ধার করে আনার জন্য রেক্স ডেঞ্জার ভেস্টের দলে যোগ দেয় এমেট। এলিয়েন কুইনের রাজ্যের উদ্দেশে রওয়ানা হয় তারা। তারা কি পারবে লুসিকে উদ্ধার করতে আর ব্রিক্সবার্গকে নতুন করে তৈরি করতে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য লেগো মুভি টু : দ্য সেকেন্ড পার্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ