Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জাগো বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন মুভিমোগল একেএম জাহাঙ্গীর খান

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ৪৩টি সিনেমা প্রযোজনা করেছেন বাংলাদেশের চলচ্চিত্রে মুভি মোগল খ্যাত একেএম জাহাঙ্গীর খান। সত্তর, আশির দশকে তিনি সামাজিক, সাহিত্যিক, ফোক ফ্যানটাসী এবং জনপ্রিয় রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তার চলচ্চিত্রে এই স্বীকৃতি হিসেবে সম্প্রতি জাগো বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অ্যাওয়ার্ড-২০১৬ জাহাঙ্গীর খানের হাতে তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি জাতিসংঘ মিশনের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন। অ্যাওয়ার্ড প্রাপ্তির পর এ কে এম জাহাঙ্গীর খান বলেন, এ সম্মান পুরো চলচ্চিত্রবাসীর। দর্শকনন্দিত চলচ্চিত্র নির্মাণ করেছিলাম বলে চলচ্চিত্র ব্যবসা থেকে দূরে সরে গেলেও আপনারা আমাকে স্মরণ করেন। এ জন্য আমি গর্বিত। আমাদের সময় চলচ্চিত্র ছিল একটি সম্মানজনক ব্যবসা। কিন্তু আজ সে মর্যাদা চলচ্চিত্রশিল্পে নেই বলে শুনে থাকি। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চলচ্চিত্রশিল্পটাকে মর্যাদার আসনেই রাখতে হবে তবেই মর্যাদা পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাগো বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন মুভিমোগল একেএম জাহাঙ্গীর খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ