Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দি অ্যাংরি বার্ডস মুভি

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ক্লে কেটিস এবং ফারগেল রাইলি পরিচালিত স্মার্ট ডিভাইসের জনপ্রিয় ভিডিও গেমের চরিত্র নিয়ে এনিমেটেড কমেডি ফিল্ম ‘দি অ্যাংরি বার্ডস মুভি’। এটি কেটিস ও ফারগেলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরা দুজনই এর আগে এনিমেশনের বিভিন্ন শাখায় কাজ করেছেন
বার্ডরা ঠিক কী কারণে অ্যাংরি তাই চিহ্নিত করার প্রয়াস এটি। এই পাখিদের ক্রুদ্ধ হবার অন্তত একটি কারণ তো আছেই। এই দ্বীপটিকে তাদের জন্য স্বর্গ বলা চলত এক সময়। সেই সময় এক ঝাঁক পাখাবিহীন পাখি সেই দ্বীপে সুখে শান্তিতে বসবাস করত। তবে সবাই সে পুরো সুখী ছিল তা কিন্তু বলা যাবে না। এই দ্বীপের পাখিদের অন্যতম রেড (ভয়েস : জেসন সুডাইকিস) তার একটি মাত্র সমস্যা সে সহসাই রেগে যায়। তার দুই সঙ্গী চাক (ভয়েস : জশ গ্যাড) আর বম্ব (ভয়েস : ড্যানি ম্যাকব্রাইড)। এরা সবসময় নিজেদের আলাদা ভাবে আর সবার থেকে আলাদা। একসময় একদল সবুজ পিগি যখন দ্বীপে আসতে শুরু করে আর তাদের ডিম নিয়ে তাদের দ্বীপে স্থানান্তর করতে শুরু করে তখন এই ছোট দলের অপাঙক্তেয় সদস্যরাই দায়িত্ব নেয় এই সমস্যা সমাধানের এবং পিগিদের মুখপাত্র লেনার্ডকে (ভয়েস : বিল হেডার) বোঝাবার যে পাখিরা কতটা রাগতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দি অ্যাংরি বার্ডস মুভি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ