Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুভি মোঘল খ্যাত জাহাঙ্গীর খান তার সব সিনেমা ফিল্ম আর্কাইভে জমা দিলেন

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের মুভি মোঘল খ্যাত প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান তার প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে নির্মিত ৪৩টি সিনেমার প্রিন্ট, পোস্টার, ফটোসেট, অ্যালবাম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে প্রদান করেছেন। সম্প্রতি শাহবাগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে তিনি এগুলো মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্রকার আজিজুর রহমান, আর্কিটেক্ট সীমা প্রমুখ। এ কে এম জাহাঙ্গীর খান বলেন, চলচ্চিত্র থেকে আমি অনেক সম্মান ও মর্যাদা পেয়েছি। কিন্তু বিগত পঁচিশ বছর আমি চলচ্চিত্র ব্যবসাতে নেই। তাই নিজের সম্পদগুলো আর্কাইভকে দিলাম। যেন বর্তমান ও পরবর্তী প্রজন্ম আমাদের চলচ্চিত্র নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক কিছু জানতে পারে। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম বলেন, আজ পর্যন্ত আর্কাইভ যত চলচ্চিত্র সংগ্রহ হয়েছে তার মধ্যে এ কে এম জাহাঙ্গীর খানের সিনেমা দেয়ার বিষয়টি রেকর্ড সৃষ্টি করেছে। কারণ একবারে এতগুলো সিনেমা কোনো প্রযোজক দেননি। তিনি বলেন, এগুলো আর্কাইভে সযতেœ থাকবে, সবাই দেখতে পাবে এবং গবেষণা করতে পারবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, আবদুল্লাহ জেয়াদ প্রমুখ। এ কে এম জাহাঙ্গীর খান প্রযোজিত উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-নয়ন মনি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, সীমানা পেরিয়ে, সূর্য কন্যা, কি যে করি, শুভ দা, চন্দ্রনাথ, আলী বাবা ৪০ চোর, রঙিন রূপবান, রঙিন কাঞ্চনমালা, প্রেম দিওয়ানা, বাবার আদেশ, ডিসকো ড্যান্সার, রঙিন নয়নমনি ইত্যাদি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুভি মোঘল খ্যাত জাহাঙ্গীর খান তার সব সিনেমা ফিল্ম আর্কাইভে জমা দিলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ