Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাংরি বার্ডস মুভি টু’র ভয়েস কাস্টে নিকি মিনাজ

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

র‌্যাপ গায়িকা নিকি মিনাজ ‘অ্যাংরি বার্ডস মুভি টু’র ভয়েস কাস্টে যোগ দিয়েছেন। ৩৬ বছর বয়সী গায়িকাটি ঠিক কোন চরিত্রের জন্য তার কণ্ঠ দেবেন তা এখনও প্রকাশ করা হয়নি। ভয়েস ওভার করা নিকির জন্য এই প্রথম নয়। তিনি এর আগে ‘আইস এইজ : কন্টিনেন্টাল ড্রিফ্ট’-এ ভয়েস দিয়েছেন এছাড়া তিনি ‘বারবারশপ : দ্য নেক্সট কাট’ এবং দি আদার উওম্যান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘অ্যাংরি বার্ডস মুভি’র জন্য আরও যারা কণ্ঠ দেবেন তাদের মধ্যে আছেন- জেসন সুডাইকিস, জশ গ্যাড, বিল হেডার, ড্যানি ম্যাকব্রাইড এবং পিটার ডিঙ্কলেজ, এই চারজন প্রথম পর্বেও কণ্ঠ দিয়েছিলেন। নতুন যারা যোগ দিচ্ছেন তারা হলেন- রেচেল ব্লুম, স্টার্লিংকো ব্রাউন, ইউজেনিও ডেরবেস, য্যাক উডস, অকোয়াফিনা, লিল রেল হাওয়ারি, ডাভ ক্যামেরন এবং ব্রুকলিন প্রিন্স। লেসলি জোন্স এনিমেটেড ফিল্মটির প্রধান ভিলেনের চরিত্রের কণ্ঠ দেবেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন থুরপ ভ্যান আওরম্যান এবং জন রাইস। মূল ‘অ্যাংরি বার্ডস’ ফিল্মটি একদল উড়তে অক্ষম দ্বীপবাসী পাখির গল্প, পরিচালনা করেছিলেন ফেরগাল রাইলি এবং ক্লে কেটিস। ‘অ্যাংরি বার্ডস মুভি টু’ মুক্তি পাবে ২০ সেপ্টেম্বর, ২০২০ জনপ্রিয় ভিডিও গেইমের ১০ম বর্ষপূর্তিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাংরি বার্ডস মুভি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ