মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ডিফেন্স স্টাফদের একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তারই সহকর্মী এক যুবতী স্টাফ। তার অভিযোগ, জুলাই মাসে প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রসাদে এক বিদায় অনুষ্ঠানের পর এক পুরুষ সহকর্মী তাকে ধর্ষণ করেছে। ফ্রান্সের দৈনিক পত্রিকা লিবারেশন এ নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয়, একজন জেনারেল এবং অন্য দু’জন কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে।
এলিসি প্রাসাদের ভিতরে বিদায় অনুষ্ঠানের অভ্যর্থনা শুরু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। রাত ১০টার দিকে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর আস্তে আস্তে উপস্থিতদের অনেকেই এলিসি প্রাসাদ ত্যাগ করতে থাকেন।
তারা সংলগ্ন সড়কে রুয়ে ডি এল’ইলিসিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত সামরিক স্টাফদের আবাসস্থলের দিকে এগিয়ে যান। সেখানেই ওই যুবতীর ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।
লিবারেশনের মতে, দু’জন সেনা- তার একজন ভিকটিম, অন্যজন নির্যাতনকারী। তারা সরকারের স্পর্শকাতর নিরাপত্তা নিশ্চয়তা বিধান করতে এলিসি প্রাসাদে উচ্চ নিরাপত্তা সম্বলিত অফিসে নিয়োজিত সহকর্মী। লিবারেশনের রিপোর্টে বলা হয়েছে, ধর্ষিত হওয়ার পর ওই যুবতী এলিসি প্রাসাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে হাজির হন এবং ওই রাতেই ধর্ষণের বিরুদ্ধে রিপোর্ট করেন। অভিযোগের পর অভিযুক্ত সেনা কর্মকর্তাকে প্রসিকিউটররা জিজ্ঞাসাবাদ করেন। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে পুলিশ আরো তদন্ত করতে চায়।
এ বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্সিয়াল এক কর্মকর্তা বলেন, এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ অবহিত। তারা অভিযোগ পাওয়ার পর পরই নির্যাতিত নারীর প্রতি সহায়তার হাত প্রসারিত করেছে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে এলিসি প্রাসাদ থেকে অন্যত্র বদলি করা হয়েছে। প্রেসিডেন্টের অঢিফস বিচার বিভাগীয় তদন্তের অপেক্ষায় আছে। এরপরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।