Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ‘দিলরুবা’ রূপে নেটদুনিয়ায় ঝড় তুললেন নোরা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১১:৪৫ এএম

এই সময়ে বলিউডের ড্যান্সিং ডিভা বলা হয় নোরা ফাতেহিকে। অভিনয়ে নিজেকে এখনও প্রতিষ্ঠিত করতে না পারলেও দর্শক মুগ্ধ করেছেন নাচে। উপহার দিয়েছেন একাধিক হিট আইটেম সং। টিকটকসহ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে তার নাচের মুদ্রাগুলো। এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী। আবারো ‘দিলরুবা' রূপে দর্শকদের মাতাতে এসেছেন তিনি।

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম গান ‘কুসু কুসু’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। এতে বেলি ড্যান্সে ঝড় তুলেছেন নোরা। তার নাচে মুদ্ধ দর্শক। নোরার ডান্স পারফরম্যান্সের প্রশংসা করে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এখন পর্যন্ত প্রায় ৪ কোটিবার দেখা হয়েছে এই গান। ‘কুসু কুসু’ গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী।

এর আগেও জন আব্রাহামের একাধিক ছবিতে আইটেম নম্বরে দেখা গেছে নোরা ফাতেহিকে। ‘সত্যমেব জয়তে’ ছবিতে ‘দিলবার’, ‘বাদলা হাউজ’ ছবিতে ‘ও সাকি’, ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে ‘রক দ্য পার্টি’ গানগুলোতে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। বিশ্লেষকরা বলছেন, জন আব্রাহামের লাকি চার্ম নোরা ফাতেহি। অভিনেতার যে ছবিতেই তার ডান্স থাকছে, সেই ছবিই বক্স অফিসে সাফল্য পাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

উল্লেখ্য, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা ফাতেহি। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সত্যমেব জয়তে টু’। দুর্নীতির বিরুদ্ধে জন আব্রাহামের লড়াইয়ের নতুন গল্প উঠে আসবে এই ছবিতে। এরই মধ্যে সামনে এসেছে ছবির ট্রেলার। তিন মিনিট সতেরো সেকেন্ডের এই ট্রেলার জুড়ে রীতিমতো ধামাকা দেখিয়েছেন জন। ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমায় জন আব্রাহাম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনির মতো কলাকুশলীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ