মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজস্থানে জাতীয় সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১২ জন। জানা গিয়েছে, যোধপুর জাতীয় সড়কে বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষের পর যাত্রীবোঝাই বাসে আগুন লেগে যায়। ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। বাসে ছিলেন মোট ২৫ জন যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জেলা প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনীও। উদ্ধারকাজ শুরু হয়ে তৎক্ষণাত। ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে জাতীয় সড়কের মাঝে দাউ দাউ করে জ্বলতে থাকা বাসের কারণে যান চলাচল বন্ধ হয়েছে জাতীয় সড়কে। জানা যায়, এদিন সকাল ১০টা নাগাদ রাজস্থানের বারমেরের বালোত্রা অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা একটি ট্যাঙ্কার ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসে। সঙ্গে সঙ্গে আগুন লাগে বাসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক মদন প্রজাপত, মন্ত্রী সুখরাম বিষ্ণোই ঘটনাস্থলে পৌঁছান। এদিকে বাসের মধ্যে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে অবশ্য বিশদ তথ্য দিতে পারছে না প্রশাসন। সূত্র : হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।