Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চতুর্থ স্ত্রীকে খুন করে আশ্রয় দ্বিতীয়ের কাছে

ষোল মাস পর ধরা খুনি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

চতুর্থ স্ত্রীকে খুন করে আশ্রয় নেন দ্বিতীয় স্ত্রীর ঘরে। গ্রেফতার এড়াতে বদল করেন পাঁচটি মোবাইল সিম। তবে শেষ রক্ষা হয়নি। ১৬ মাস পরে পুলিশের জালে আটকা পড়লেন সোহাইল আহমেদ (৩৮)। সোমবার রাতে বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে নগরীর পতেঙ্গা থেকে তৃতীয় স্ত্রী নাহিদাকেও (২৮) গ্রেফতার করা হয়।

নগরীর হালিশহরের রহমানবাগ আবাসিক এলাকার বাসা থেকে গত বছরের ২১ জুলাই আনুমানিক ২৫ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় পুলিশ তার পরিচয় জানাতে পারেনি। তদন্তে নেমে ১৬ মাসের মাথায় পুলিশ ওই তরুণীর পরিচয় শনাক্ত করে। তার নাম লাকী আক্তার পিংকী।
পুলিশ জানায়, লাকী সোহাইলের চতুর্থ স্ত্রী। এর আগে সে আরও তিনটি বিয়ে করে। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। দ্বিতীয় স্ত্রীকে বাগেরহাট, তৃতীয় স্ত্রী নাহিদাকে নগরীর পতেঙ্গায় এবং চতুর্থ স্ত্রী লাকীকে হালিশহরে বাসা ভাড়া করে আলাদাভাবে রেখেছিলেন। লাকী, নাহিদা এবং সোহাইল নগরীতে একই পোশাক কারখানায় চাকরি করতেন। ২০১৬ সালে সহকর্মী নাহিদাকে এবং ২০২০ সালে লাকীকে বিয়ে করে সে।

বিয়ের পর থেকে লাকীকে বিভিন্ন কারণে সন্দেহ করত সোহাইল। এজন্য তাকে খুনের পরিকল্পনা নেয়া হয়। অন্যজনের এনআইডি কার্ড ব্যবহার করে হালিশহরের ওই বাসা ভাড়ায় নেয় সোহাইল। লাশ উদ্ধারের চার দিন আগে ১৬ জুলাই সন্ধ্যায় তার তৃতীয় স্ত্রী নাহিদা রহমানবাগের বাসায় আসেন। ওইদিন লাকীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সোহাইল তাকে মারধর করে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। এক পর্যায়ে লাকীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বিছানার চাদ মুড়িয়ে লাশ রান্নাঘরে রেখে পালিয়ে যায় সোহাইল ও নাহিদা।

পুলিশ জানায়, অন্যজনের নামে বাসা ভাড়া নেয়ায় তাকে শনাক্ত করতে সময় লেগেছে। সে আত্মগোপনে গিয়ে মোবাইলের কমপক্ষে পাঁচটি সিম পরিবর্তন করে। তবে প্রথম ব্যবহার করা মোবাইল সিমের সূত্র ধরেই তার সন্ধান মিলেছে। খুনের পর সে কিছুদিন নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুরে আত্মগোপন করে থাকে। এরপর বাগেরহাটের মোংলা থানার মিঠাখালীতে দ্বিতীয় স্ত্রী নাসিমার বাসায় অবস্থান নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ