Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলার মাঠ থেকে ডেকে নিয়ে খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

নগরীর খুলশী থানার আমবাগানে প্রকাশ্যে ছুুরিকাঘাতে মো. হানিফ নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার বড় ভাই মো. অনিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আমবাগান তরুণ সংঘ মাঠে এ খুনের ঘটনা ঘটে। নিহত হানিফ আমবাগান শহীদ মিনার কলোনীর বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় টাইলস শ্রমিক ছিলেন।

পুলিশের ভাষ্য, পূর্ব শত্রুতার জের ধরে হানিফকে বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বড় ভাই অনিক। দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, বিকেলে তরুণ সংঘের মাঠে ফুটবল খেলছিল তারা। এ সময় স্থানীয় সন্ত্রাসী সোহাগ, সোহেল ও হাসান মাঠে গিয়ে হানিফকে ডেকে মাঠের অদূরে মসজিদের আড়ালে নিয়ে যায়। খেলায় ব্যস্ত থাকায় অনিকসহ অন্যরা তা বুঝতে পারেনি। কিছুক্ষণ পর হানিফের চিৎকারে অনিকসহ তার বন্ধুরা সেখানে ছুটে যায়। এ সময় হামলাকারীরা অনিককেও ছুরিকাঘাত করে। অনিকের পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে প্রতিবেশী আমির ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। আমির নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে এলাকায় পরিচয় দেয়। তবে তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ