Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে ৩টি মসজিদে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৪:৫০ পিএম

ফ্রান্সে হামলার শিকার হয়েছে তিনটি মসজিদ। গত শনিবার রাতে দেশটির মঁলেবুঁ, পঁটারলিয়ে ও রুবে শহরের মসজিদ এই হামলার শিকার হয়। ফ্রান্সে প্রবাসী তুর্কি মুসলমানদের সংগঠন টার্কিশ ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) এই তথ্য জানায়।

ডিআইটিআইবি জানায়, হামলাকারীরা মসজিদের দেয়ালে ক্রস ও ইসলামবিদ্বেষী স্লোগান এঁকে দিয়েছিলো।
গতকাল রোববার প্রকাশিত সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের মসজিদে হীন আক্রমণের নিন্দা জানাচ্ছি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা নিরাপত্তা বাহিনী ও ফরাসি কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য এবং ফরাসি জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেশের শান্তি ও একত্রে বাস করার চেতনাকে ক্ষতিগ্রস্ত করা কাজের বিরুদ্ধে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি এবং এই ধরনের উসকানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে বিচক্ষণ আচরনের জন্য নিবেদন করছি।’

ফ্রান্সসহ ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমবিদ্বেষ লক্ষ্যণীয় হারে বেড়ে চলছে। ইউরোপের দেশগুলোতে উগ্র জাতীয়তাবাদ ও বিদেশীদের বিরুদ্ধে ঘৃণার মনোভাবের উত্থানের সাথে সাথে আইএস ও আলকায়েদাসহ উগ্রবাদী মুসলিম সংগঠনগুলোর সন্ত্রাস ও শরণার্থী সংকট ইউরোপীয়দের মধ্যে ইসলামবিদ্বেষ সম্প্রসারণ করেছে।
উল্লেখ্য, ফ্রান্স ইউরোপের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। দেশটিতে ছয় কোটি ৭০ লাখ জনসংখ্যার প্রায় ৫০ লক্ষ লোক মুসলমান। সূত্র : ডেইলি সাবাহ



 

Show all comments
  • jack ali ৮ নভেম্বর, ২০২১, ৪:৫১ পিএম says : 0
    May Allah destroy them the killer of muslims.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ