Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সমীরের শ্যালিকা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, ‘প্রমাণ’-সহ দাবি নবাবের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৪:১২ পিএম

আরিয়ান-মামলার প্রথম তদন্তকারী অফিসার তথা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মুম্বই শাখার জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে ফের নিশানা করলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী নবাব মালিক।

সমীরের শ্যালিকা হরশাদা দীননাথ রেডকর মাদক ব্যবসায় জড়িত কি না, ‘প্রমাণ’-সহ এই প্রশ্ন তুলে নতুন বিতর্ক তৈরি করলেন নবাব। টুইটারে নবাব লেখেন, ‘সমীর দাউদ ওয়াংখেড়ে, আপনার শ্যালিকা হরশাদা দীননাথ রেডকর কি মাদক ব্যবসার সঙ্গে জড়িত? আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে কারণ, তার মামলা পুণে আদালতে এখনও বিচারাধীন।’

ওই টুইটার পোস্টে ‘প্রমাণ’ হিসেবে আদালতের একটি নথির ছবিও তুলে ধরেন তিনি। ২০০৮ সালে দায়ের হওয়া মাদক দ্রব্যের বেআইনি পাচার সংক্রান্ত মামলার নথি সেটি। ওই মামলায় উত্তরদাতা (রেসপনডেন্ট)-র তালিকায় নাম রয়েছে সমীরের শ্যালিকার। নথির ছবিতে দেখা যাচ্ছে, ওই মামলার পরবর্তী শুনানি আগামী বছর মার্চ মাসে।

নবাবের এই আক্রমণের পর সমীর সংবাদমাধ্যমে বলেন, যখন ওই মামলা দায়ের হয়েছিল, তখন তিনি এনসিবি-তে ছিলেন না। এমনকি ক্রান্তি রেডকরের সঙ্গে তার বিয়েও হয়েছে ২০১৭ সালে। তিনি কী ভাবে এই মামলার সঙ্গে যুক্ত হলেন, পাল্টা প্রশ্ন তুলেছেন সমীর। সূত্র: এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ