Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুপিসারেই বাগদান সেরে ফেললেন ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:১৩ পিএম

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি ভিকি-ক্যাটরিনা। ডিসেম্বরই নাকি বসতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। কিন্তু তার আগেই চুপিচুপি বাগদান সারলেন ভিকি-ক্যাটরিনা। শোনা যাচ্ছে, পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতেই তাদের বাগদান সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা।

ভিকি-ক্যাটরিনার বাগদানের পুরো অনুষ্ঠানটাই হয়েছে খুবই ঘরোয়াভাবে। ভিকি-ক্যাটের বাগদানে উপস্থিত এক কাছের বন্ধু জানান, ভীষণ সুন্দর ভাবে সব কিছু সাজানো হয়েছিল ভিকি–ক্যাটের বাগদানের অনুষ্ঠান। লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। সারা বাড়ি সাজানো হয়েছিল আলো দিয়ে। ভিকি ও ক্যাটরিনার সেই কাছের বন্ধু আরও জানান, দীপাবলির সময়টা এমনিতেই বেশ শুভ। তাই এই সময়কেই বেছে নিয়েছেন ক্যাটরিনা-ভিকির পরিবার। গোটা অনুষ্ঠানটা নাকি দাঁড়িয়ে থেকে হোস্ট করছেন কবীর ও মিনি।

উল্লেখ্য, ক্যাটরিনা পরিচালক কবীর খানের সঙ্গে নিউইয়র্ক, এক থা টাইগার, টাইগার জিন্দা হে-এর মতো হিট ছবি করেছেন। আসলে কবীরকে ক্যাটরিনা তার ভাই পাতিয়েছেন, সেই কারণেই হয়তো তার জীবনের বিশেষ মুহূর্তে তাদেরকে সামিল করেছেন।

২০১৯ সাল থেকেই প্রেম করছেন ক্যাটরিনা-ভিকি। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাদের। বিয়ের ভেন্যু হিসেবে ক্যাটরিনার পছন্দ রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। ক্যাটরিনার নাকি বরাবরই রানির মতো বিয়ে করতে চেয়েছিলেন সেই কারণেই রাজস্থানই ক্যাটের প্রথম পছন্দ। রিসোর্টের ওয়েবসাইটের বুকিং সাইটে খোঁজ নিয়ে দেখা গেছে যে, ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রিসোর্টে কোনও বুকিং করা যাচ্ছে না। স্বাভাবিকভাবে দুই-দুইয়ে চার করতে অসুবিধা হচ্ছে না কারও।

এদিকে ক্যাটরিনার টাইগার ৩-এর শ্যুটিং এর কিছু অংশ বাকি রয়েছে। অন্যদিকে, ডিসেম্বরই নাকি শুরু হবে ভিকির স্যাম বাহাদুর বায়োপিকের শ্যুটিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ