প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলা তদন্তের দায়িত্ব থেকে অপসারিত করা হলো মুম্বাইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়েকে। সেই সাথে আরিয়ান খানের মাদক মামলা তদন্তে গঠন করা হয়েছে ৮ সদস্যের তদন্তকারী দল (সিট), যার প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে এনসিবির সিনিয়র অফিসার সঞ্জয় সিংকে।
আরিয়ান খানের মাদক কান্ডের প্রধান তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় ছিলেন সমীর। সমীর ওয়াংখেড়েকে সেই ভূমিকা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি, মুম্বাই থেকে দিল্লিতে বদলি করা হয়েছে তাকে। এনসিবির আঞ্চলিক প্রধানের পদ থেকেও সরানো হয়েছে সমীরকে। নবাব মালিকের জামাইয়ের বিরুদ্ধে মামলা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলেই খবর।
‘এটা সবে শুরু, স্বচ্ছতার জন্য আরও অনেক কিছু করতে হবে’ মুম্বাই থেকে সমীরের বদলির সিদ্ধান্তের পরেই এমন ট্যুইট করেছেন নবাব মালিক। অন্যদিকে দিল্লিতে বদলির সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সমীর ওয়াংখেড়ে বলেছেন, ‘মামলা থেকে অব্যাহতি নয়, কেন্দ্রীয় তদন্ত চাওয়ার আবেদনে সাড়া’। এদিকে জামিনে মুক্ত হওয়ার পরে গতকালই প্রথম এনসিবির অফিসে হাজিরা দেন আরিয়ান।
আরিয়ান খান গ্রেফতারের পর থেকেই বিতর্কের লাইমলাইটে এসে পড়েছিলেন সমীর ওয়াংখেড়ে। আরিয়ানকে ছাড়ার জন্য সাক্ষীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ৮ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন সাক্ষী প্রভাকর সেইল। এছাড়া জাল নথি দিয়ে চাকরির অভিযোগের ভিত্তিতে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে নামে এনসিবি। তদন্ত কমিটির রিপোর্টের পরেই বদলি করা হয় সমীরকে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবির হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। তার নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। মাদক মামলায় গ্রেপ্তারির প্রায় এক মাসের মাথায় শর্ত সাপেক্ষে জামিন পান আরিয়ান খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।