মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় নিখোঁজের ৩ সপ্তাহ পর চার বছরের শিশুকে জীবিত অবস্থায় একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, কারনারভান থেকে ৭৫ কিলোমিটার উত্তরে ঘুরতে গিয়েছিল শিশুটির পরিবার। সেখানে ঘুমানোর সময় তাঁবু থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। গত ১৬ অক্টোবরের ওই ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। অবশেষে তাকে খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য, পারিবারিক ভ্রমণের সময় তাঁবু থেকে নিখোঁজ হয়ে যায় চার বছরের মেয়ে। ধারণা করা হচ্ছিল, এটি অপহরণের ঘটনা। প্রায় তিন সপ্তাহ পর শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশের ডেপুটি কমিশনার কল ব্লাঞ্চ বলেছেন, উপকূলবর্তী এলাকা কারনারভান থেকে শিশু ক্লিউ স্মিথকে উদ্ধার করা হয়েছে। বুধবার তাকে উদ্ধার করা হয়। এর আগে সকালে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিশুটিকে দেখার পর একজন পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করেন, তোমার নাম কী? উত্তরে শিশুটি বলে, আমার নাম ক্লিও। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। এরই মধ্যে মা এলি স্মিথ ও সৎ বাবা জ্যাক গিবনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ক্লিওকে।
ক্লিও হারিয়ে যাওয়ার পর পুরো অস্ট্রেলিয়ার মানুষ এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ক্লিওকে খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। সূত্র: দ্য ন্যাশনাল নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।