প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার (২৯ অক্টোবর) সকালেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দক্ষিণী সিনেমা জগতের খ্যাতনামা অভিনেতা কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমার। মৃত্যুর পরপরই দান করা হয় রাজকুমারের চোখ। বাবা চিকিৎসক রাজকুমার এবং মা প্রভাথাম্মার মতোই পুনিতও নিজের চোখ দান করেন নারায়ণা চক্ষু হাসপাতালে। পুনিতের চোখের মাধ্যমে ৪ কর্ণিয়া রোগীর চিকিৎসা করা হবে বলে জানান হয় হাসপাতালের পক্ষ থেকে।
অভিনেতার ইচ্ছে অনুসারে চিকিৎসকদের একটি দল তার মৃত্যুর পর ছয় ঘণ্টার মধ্যে সব প্রক্রিয়া সম্পাদন করেন। জানা গিয়েছে, তার দান করা দুই চোখে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন চারজন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। বিধি ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় রোগীদের নাম প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। উন্নত প্রযুক্তির সাহায্যে এই সার্জারি হয় এবং তা করা হয় বিনামূল্যে।
উল্লেখ্য, অভিনেতা পুনিত রাজকুমারের বাবা কিংবদন্তি অভিনেতা চিকিৎসক রাজকুমার ১৯৯৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার পুরো পরিবার মরণোত্তর চক্ষুদান করবেন।
পুনিত রাজকুমারকে দক্ষিণী চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ধনী অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। পুনীত তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশু অভিনেতা হিসেবে। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন ১২টি সিনেমায়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।