Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনে টুইটারে ট্রেন্ডিং-এ ঐশ্বরিয়া রায় বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৪:৩৯ পিএম

আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন সাবেক বিশ্ব সুন্দরী। র‌্যাম্প হোক বা সিলভার স্ক্রিন কিংবা আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঐশ্বরিয়া সর্বত্রই উজ্জ্বল। তিনি ক্যারিয়ার তৈরি করেছেন নিজের শর্তে, কখনও কোনও কমপ্রোমাইজে যাননি। যখন মেয়ে হয়েছে, তখন মাতৃত্বকেই দিয়েছেন প্রাধান্য। বয়স ৫০ এর দোরগোড়ায় পৌঁছালে হবেটা কি? ঐশ্বরিয়া রায় বচ্চন তো এভারগ্রিন।

বলিউডে এই মুহূর্তে নতুন প্রজন্মের একঝাঁক অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন। কিন্তু তাতেও ঐশ্বরিয়ার ভক্তর সংখ্যা একটুও কমেনি। মধ্যরাত থেকেই নেটিজেনরা ঐশ্বরিয়াকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। টুইটারে রাত ১২টা থেকেই ট্রেন্ডিং #AishwaryaRaiBachchan এবং #HappyBirthdayAishwaryaRai হ্যাশট্যাগ দুটি।

ঐশ্বরিয়ার ছবি পোস্ট করে এক নেটিজেন লিখলেন, ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী এবং আমার প্রিয় ঐশ্বরিয়া রায় বচ্চন আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। প্রার্থনা করি আপনাকে ঈশ্বর শ্রেষ্ঠত্ব দেন... অনেক ভালোবাসা।’ কেউ লিখলেন, ‘সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঐশ্বরিয়া। বিয়ের চার বছর পরে তাদের জীবনে আসে আরাধ্যা। মেয়ের জন্ম দেওয়ার আগে পর্যন্ত একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে। কিন্তু আরাধ্যার জন্মের পর কিছু সময়ের জন্য 'ব্রেক' নিয়েছিলেন তিনি। তা নিয়ে কখনও তাকে কোনও হীনমন্যতায় ভুগতে দেখা যায়নি। এমনকি মেয়ে হওয়ার পর দ্রুত ওজন কমিয়ে ছিপছিপে হওয়ার বাড়তি চাপও নেননি তিনি। প্রতিবারই বুঝিয়ে দিয়েছেন সামাজিক চাপ তাকে নিজের অবস্থান থেকে টলাতে পারে না।

আগামীদিনে ঐশ্বরিয়াকে দেখা যাবে তার মেন্টর এবং লাকি চার্ম মানি রত্নাম এর ছবিতে। ছবির প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা ২০২২ সালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ