প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টানা ২৬ দিন পর শনিবার (৩০ অক্টোবর) বাড়ি ফিরেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। মাদক মামলায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জামিন পান তিনি। ছেলের জামিনের খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা শাহরুখ খান। জান গেছে, আরিয়ানের জামিনের পর শাহরুখ, গৌরীকে অভিনন্দন জানান বলিউডের বেশ কয়েকজন বন্ধু এবং সহকর্মী। তাদের মধ্যে ছিলেন অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার ও সুনীল শেট্টি। তারা শাহরুখকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শাহরুখ খানকে ফোন করেন এই অভিনেতারা। আরিয়ানের পাশাপাশি খবর নেন তার পরিবারের। পাশাপাশি অভিনন্দনও জানিয়েছেন শাহরুখ ও তার পরিবারের সদস্যদের।
আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই বলিউডের সিংহভাগ শাহরুখ-গৌরির সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছেন। গ্রেফতারির দিন রাতেই মান্নাতে গিয়ে সমর্থন দেখিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। খান পরিবারের সঙ্গেই দুশ্চিন্তায় দিন কেটেছে তারও। এরপর আরিয়ানের জামিনের পর সঙ্গে সঙ্গে শাহরুখকে ফোন করে অভিনন্দন ও জানিয়েছেন তিনি। আরিয়ানের সাময়িক মুক্তিতে খানিক আশ্বস্ত সালমান।
এদিকে, গৌরী খানকে ফোন করেন তার বন্ধু মহীপ কাপুর এবং সীমা খান। তাদের সঙ্গে কথা বলতে বলতে নাকি কেঁদে ফেলেন তিনি। বোন সুহানা খান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আরিয়ানের বন্ধুদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতিনিয়ত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।