পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর আদাবর নবোদয় হাউজিং এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোছা. আয়েশা সিদ্দিকা (২২) এক গার্মেন্ট কর্মী খুন হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
আয়েশার স্বামী রুবেল বলেন, শুক্রবার ভোরে রিকশা নিয়ে আমার স্ত্রী একটি কাজে বাইরে যাচ্ছিল। আদাবর নবোদয় হাউজিং বাজারের সামনে গেলে দুই যুবক রিকশার গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, কিছুদিন ধরে দুই যুবক আমার স্ত্রীকে উত্যক্ত করছিল। আমার ধারণা, তারাই ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।