Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পর্ক জোড়া লাগানোর দায়িত্ব অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর : ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, দুই দেশের আস্থা ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সে কারণে এই সম্পর্ক জোড়া লাগানোর দায় তাদেরকেই নিতে হবে। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে পারমাণু-চালিত সাবমেরিন নির্মাণের চুক্তির পর ফ্রান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঠে ছুরি বসানোর অভিযোগ করেছে। নতুন চুক্তি করতে গিয়ে ফ্রান্সের সঙ্গে বিলিয়ন ডলারের আগের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করতে শুক্রবার রোমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইমানুয়েল ম্যাখোঁ। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে ফ্রান্স। তবে বৃহস্পতিবার ইমানুয়েল ম্যাখোঁ ও স্কট মরিসন ফোনে কথা বলেছেন। ফোনালাপের সময় ম্যাখোঁ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, ফ্রান্স-অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্বের ইতি ঘটেছে সাবমেরিন চুক্তি বাতিল হওয়ার কারণে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাখোঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ