Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাখোঁর ওপর অসন্তুষ্ট ৬০ শতাংশ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফ্রান্সের ৬০ শতাংশ মানুষ দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের ওপর অসন্তুষ্ট। নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ফ্রেঞ্চ ইন্সটিটিউট অব পাবলিক ওপিনিয়ন (আইএফওপি) এই জরিপ চালিয়েছে। জরিপে মোট এক হাজার ৯৩৬ জন অংশ নেয়। অংশগ্রহণকারীদের বয়স ১৮ এবং এর চেয়ে বেশি বয়সী। জরিপে অংশ নেয়াদের মধ্যে ৬০ শতাংশ ব্যক্তি বলেছেন, তারা ম্যাখোঁর ওপর সন্তুষ্ট না। আর প্রধানমন্ত্রী ক্যাসটেক্সের ওপর ৫৯ শতাংশ ব্যক্তি তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। এদিকে ম্যাখোঁ ও ক্যাসটেক্সের জনপ্রিয়তা কমেছে বলেও জরিপে উঠে এসেছে। আগের মাসের তুলনায় ৩ শতাংশ জনপ্রিয়তা কমেছে ম্যাখোঁর। দুজনের জনপ্রিয়তা যথাক্রমে ৩৮ ও ৩৭ শতাংশ। অন্যদিকে গত মাসে চালানো আরেকটি জরিপেও ম্যাখোঁর প্রতি ফ্রান্সের মানুষের অসন্তোষের চিত্র ফুটে ওঠে। সেখানে দেখা যায়, করোনাভাইরাস মোকাবিলায় ম্যাখোঁ প্রশাসনের ওপর আস্থা নেই প্রতি ১০ জনে সাতজন ফরাসির। এমনকি এই মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপ ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলেও মত দেন জরিপে অংশগ্রহণকারীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন ম্যাখোঁ। ওইদিন প্রেসিডেন্টের বাসভবন থেকে এক বিবৃতিতে বলা হয়, উপসর্গ দেখা যাওয়ার পর করেনার টেস্ট করান ম্যাখোঁ। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাখোঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ