Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুতিনের সঙ্গে সংলাপ চালু রাখতে আগ্রহী ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে সংলাপ চলমান রাখতে আগ্রহী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বৃহস্পতির ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, মস্কোর সঙ্গে শুধুমাত্র তুরস্ক আলোচনা চালিয়ে যাবে, এমনটি হওয়া উচিত নয়। ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ। দীর্ঘ বিরতির পর গত ১৯ আগস্ট তারা সর্বশেষ টেলিফোনে কথা বলেন। ম্যাখোঁর সঙ্গে সম্পর্ক থাকা তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইতোমধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। এরদোগান পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। এলিসি প্রাসাদে এক বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব শক্তির মধ্যে শুধু তুরস্ক রাশিয়ার সঙ্গে আলোচনা চলমান রাখবে এটা কে চায়? এমন মিথ্যা নৈতিকতা প্রদান করা উচিত নয়, যা আমাদের শক্তিহীন রাখে। ফ্রান্স২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিনের সঙ্গে সংলাপ চালু রাখতে আগ্রহী ম্যাখোঁ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ