Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ম্যাখোঁর জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাখোঁ জয় পেয়েছেন, দ্বিতীয় পর্বে তার সঙ্গে লড়বেন কট্টর ডানপন্থি জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মারিন লু পেন। রোববার অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে এ দুই প্রার্থী ২৪ এপ্রিলের রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছেন, তাদের মধ্যে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নির্বাচনের দ্বিতীয় পর্বেই চূড়ান্ত হবে। প্রথম পর্বে ভালোভাবে উৎরে গেলেও দ্বিতীয় পর্বের চূড়ান্ত ভোটে ম্যাক্রোঁ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মতামত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে, জানিয়েছে বিবিসি। “কোনো ভুল করা যাবে না, এখনও কিছুই নির্ধারিত হয়নি,” উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন ম্যাখোঁ। অপরদিকে লু পেন ম্যাখোঁ বিরোধী প্রত্যেক ভোটারকে তার পক্ষে যোগ দেওয়ার ও ‘ফ্রান্সকে স্বমহিমায় ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন। ৯৭ শতাংশ ভোট গণনার পর ম্যাখোঁ দেখা গেছে, ম্যাখোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ, লু পেন ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং অপর প্রতিদ্বন্দ্বী জা লুক মিনশঁ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। ঝানু রাজনীতিক কট্টর বামপন্থি প্রার্থী জা লুক মিনশঁ পাঁচ বছরে আগের চেয়ে এবারের নির্বাচনে আরও ভালো ফলাফল করে এখন কিংমেকারের অপ্রত্যাশিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। “মারিন লু পেনকে একটা ভোটও দেবেন না আপনারা,” সমর্থকদের সতর্ক করে বলেছেন তিনি। লু পেনকে ভোট না দেওয়ার জন্য বললেও ম্যাক্রোঁর পক্ষে স্পষ্ট কোনো সমর্থন জানাননি তিনি। রোববার রাতে ভোট গণনার শেষ দিকে মিনশঁয়ের সমর্থকরা তার প্রধান নির্বাচনী কেন্দ্রের সামনে জড়ো হয়েছিলেন, তাদের প্রার্থী প্রথম পর্বের ভোটে দ্বিতীয় স্থান পেতে পারেন এমন আশা করছিলেন তারা, কিন্তু তা হয়নি। মোট ভোটের এক পঞ্চমাংশেরও বেশি পাওয়া মিনশঁয়ের ভোটাররাই চূড়ান্ত পর্বের নির্ধারক হয়ে দাঁড়াতে পারে, তবে তাদের অনেকেই দ্বিতীয় পর্বে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে বলে ধারণা বিবিসির। নির্বাচনে মোট ১২ জন প্রার্থী থাকলেও আলোচিত তিন জনই শুধু ১০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। অন্য নয় প্রার্থীর কারোই রানঅফের জন্য মনোনীত হওয়ার কোনো আশা নেই, এমন ধারণা থেকে তাদের ভোট দেননি অনেক ভোটার। বিবিসি,রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ম্যাখোঁর জয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ