মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফোনে আড়িপাতার ঝুঁকি এড়াতে মুঠোফোন ও ফোন নম্বর পরিবর্তন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। ফ্রান্স২৪ এর খবরে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমন এক সময়ে ফোন পরিবর্তন করলেন যখন ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে প্রেসিডেন্ট ম্যাখোঁর ফোনে আড়িপাতার খবর বেরিয়েছে।
সম্প্রতি এমানুয়েল ম্যাখোঁসহ বিশ্বের অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন নম্বর পেগাসাসের নজরদারির তালিকায় থাকার খবর সামনে আসে। তবে ম্যাখোঁর ফোনে পেগাসাস ব্যবহার করে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করে পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার লক্ষ্য তাদের ছিল না।
ম্যাখোঁর মুঠোফোন ও ফোন পরিবর্তনের বিষয়ে ফরাসি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর অনেকগুলো নাম্বার আছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ফোন পরিবর্তন করেছেন। ফোন পরিবর্তন করার অর্থ এই নয় যে, প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা হয়েছিল।
খবরে আরও বলা হয়েছে, ফ্রান্স সরকার স্থানীয় সময় বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকে সাইবার-নিরাপত্তাকে আরও মজবুত করার বিষয়ে আলাপ করেছেন। পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কিছুদিন ধরে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ইসরাইলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ৫০টির বেশি দেশে আড়ি পাতা হয়েছে।
এনএসও গ্রুপের একটি তথ্যভান্ডারে সংরক্ষিত ৫০ হাজার ফোন নম্বর ফাঁস হয়েছে। ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেগুলো নিয়ে কয়েক মাস অনুসন্ধান চালিয়ে স্পাইওয়্যার ব্যবহার করে স্মার্টফোনে আড়ি পাতার এই ঘটনা প্রকাশ করেছে। সূত্র : ফ্রান্স২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।