Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাখোঁ-মরিসন বাদানুবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

৩৭০০ কোটি ডলারের চুক্তি হারিয়ে ‘দগদগে ঘা’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সান্ত¦না দিলেও ম্যাখোঁ ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওপর। বলেছেন, সাবমেরিন চুক্তি বাতিল নিয়ে তাকে মিথ্যে কথা বলেছেন স্কট মরিসন। কিন্তু এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্কট মরিসন। বলেছেন, তিনি চুক্তি বাতিলের বিষয়টি আগেই ব্যাখ্যা করেছিলেন ফ্রান্সের কাছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। যুক্তরাষ্ট্র, বৃটেনের সঙ্গে অস্ট্রেলিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ বিষয়ক চুক্তি অকাস স্বাক্ষর করে। আগে থেকেই ফ্রান্সের সঙ্গে ১২টি সাবমেরিন নির্মাণ নিয়ে ৩৭০০ কোটি ডলারের চুক্তি ছিল অস্ট্রেলিয়ার। অকাস চুক্তি স্বাক্ষরের পর ওই চুক্তি বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে, কে মিথ্যাবাদী? এমন অবস্থায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ, তার সরকার ও জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়ে অস্ট্রেলিয়া। একে পিছন থেকে ছুরিকাঘাত হিসেবে আখ্যায়িত করেন ম্যাখোঁর পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-ইভস লা দ্রিয়ান। এমন ক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে সাক্ষাত করে পরিস্থিতি স্তিমিত করার প্রত্যয় ঘোষণা করেন। গত শুক্রবার রোমে তিনি ম্যাখোঁর মুখোমুখি বসেন। তাকে জানান অকাস চুক্তি নিয়ে এক উদ্ভট পরিস্থিতিতে পড়েছিল যুক্তরাষ্ট্র। তার এ কথায় ম্যাখোঁর ক্ষোভ কতটা স্তিমিত হয়েছে তা বোঝা যায়নি। তবে স্কট মরিসন সম্পর্কে তিনি কড়া ভাষা ব্যবহার করেছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি মনে করেন স্কট মরিসন মিথ্যাবাদী ছিলেন, মিথ্যা কথা বলেছেন? জবাবে ইমানুয়েল ম্যাখোঁ কূটনৈতিক ভাষা প্রয়োগ করেন। বলেন, আমার তা মনে হয় না। তবে আমি জানি। ম্যাখোঁ বলেন, আমরা দেখতে চাই তিনি কি করেন। অস্ট্রেলিয়ার প্রতি আমার শ্রদ্ধা অশেষ। অস্ট্রেলিয়ার জনগণকে আমি খুব শ্রদ্ধা করি। তাদের সঙ্গে আছে আমার বন্ধুত্ব। আমি শুধু বলতে চাই, যখন আপনি আমাকে সম্মান দেখাবেন, তখন আপনাকে সত্য কথা বলতে হবে। আপনাকে লাইনঘাঁট ঠিক রেখে অব্যাহত মূল্যবোধের সঙ্গে কথা বলতে হবে। ম্যাখোঁর বক্তব্যের পর সাংবাদিকদের কাছে স্কট মরিসন বলেন, তিনি ফরাসি প্রেসিডেন্টের কাছে মিথ্যে বলেননি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাখোঁ-মরিসন বাদানুবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ