প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাদক মামলায় অবশেষে জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। বম্বে হাইকোর্টের রায়ে ২৫ দিনের আইনি লড়াই শেষে হাসি ফুটল বলিউড বাদশার মুখে। মঙ্গল-বুধ, পরপর দু’দিনের জামিন আবেদনের শুনানি ছিল অসমাপ্ত। বৃহস্পতিবার দীর্ঘ সময় শুনানির পর শর্তসাপেক্ষে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি এন সামব্রে।
আরিয়ানের জামিনের শর্তগুলো বৃহস্পতিবার জানায়নি আদালত। আজ, শুক্রবার বেলা আড়াইটার সময় ফের শুনানি হবে। সেখানেই বিস্তারিত রায় দেবেন বিচারপতি। তবে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, আরিয়ানের পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে। প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দিতে হবে তাকে। কোনও অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে নিজে বা অন্য কারও মারফত যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। এতে তথ্যপ্রমাণ নয়ছয় হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ আদালতে বাকি থাকা বিচারপ্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে পারবেন না আরিয়ান-সহ কোনও অভিযুক্তই।
এদিকে দীপাবলির আগে ঘরের ছেলে ঘরে ফিরছে। তাই ‘মান্নাত’-এ এখন খুশির আমেজ। এছাড়া আগামী ২রা নভেম্বর শাহরুখের জন্মদিন। সব ঠিক থাকলে পরিবারের সাথেই উৎসবে শামিল হতে পারবেন আরিয়ান। ‘মান্নাত’-এ ফের রান্না হবে ক্ষীর।
অন্যদিকে, আরিয়ান ঘটনায় এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছে পুনে পুলিশ। একটি প্রতারণা মামলায় চার বছর ধরে ফেরার এই প্রাইভেট ডিটেকটিভ। এদিন গোসাভিকে স্থানীয় আদালতে তোলা হয়। ৫ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।