Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটফ্লিক্সের সফলতম সিরিজ ‘স্কুইড গেম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স ঘোষণা করেছেন ‘স্কুইড গেম’ তাদের সফলতম ওয়েব সিরিজ। মাস খানেক আগে লঞ্চের পর সিরিজটির ১১.১ কোটির বেশি ভিউ হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স। কোরিয়ান ভাষায় হোয়াং ডং-হিউক পরিচালিত সারভাইভাল ড্রামা ধারার সিরিজটি ১৭ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং শুরু হয়েছে। ‘স্কুইড গেম’ এর মধ্যে ইংরেজি ভাষায় নির্মিত একই স্ট্রিমারের ‘ব্রিজারটন’কে ছাড়িয়ে গেছে। রাজ পরিবারের কাহিনীভিত্তিক সিরিজটির ২৮ দিনে ভিউ হয়েছে ৮.২ কোটি বার। নয় পর্বের ‘স্কুইড গেম’ ৪৫৬ জন ঋণগ্রস্ত মানুষের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে বেঁচে থাকার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার বিজয়ী ৪৫৬০ কোটি ওন (৩৮ কোটি ডলার) জয় করার কথা। সিরিজটিতে অভিনয় করেছেন লি জাং-জে, পার্ক হে-সু, জাং হি-ইয়ন, ও ইয়োং-সু, হিও সাং-টে, অনুপম ত্রিপাঠি এবং কিম জু-রিয়ং। নেটফ্লিক্স জানিয়েছে ‘স্কুইড গেম’-এর এই সাফল্য তাদের ট্রাফিক উলে­খযোগ্য পর্যায়ে বাড়িয়ে দিয়েছে; এই জন্য দক্ষিণ কোরিয়ার এসকে ব্রডব্যান্ড আর্থিক ক্ষতির জন্য নেটফ্লিক্সের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে দিয়েছে। এমনকি সিরিজটি স্ট্রিমারের ইতিহাসে সবচেয়ে সফল সিরিজের মর্যাদা পেয়েছে। একজনের নিজস্ব ফোন নম্বর ব্যবহার করা হয়েছে সিরিজটিতে। এই ফোন নম্বরের মালিক অভিযোগ করে তাকে প্রতিদিন ৪ হাজারের বেশি ফোন রিসিভ করতে হচ্ছে। এর প্রিপ্রেক্ষিতে প্রতিশ্রæতি দেয়া হয় নম্বরটি সিরিজ থেকে বাদ দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেটফ্লিক্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ