Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেটফ্লিক্স আর অ্যাপলের শরণাপন্ন হয়েছেন মার্টিন স্করসেসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

লিওনার্ডো ডিক্যাপরিও অভিনীত এপিক ক্রাইম ড্রামা ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’ চলচ্চিত্রের নির্মাণ ব্যয় ক্রমেই বাড়ছে। করোনাভাইরাস মহামারীর কারণে চলচ্চিত্র জগতে বর্তমান অচলাবস্থা দেখে পরিচালক মার্টিন স্করসেসির ধৈর্যেরও বাঁধ ভেঙে গেছে। জানা গেছে স্করসেসি চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনার জন্য প্যারামাউন্টকে পাশ কাটিয়ে অ্যাপল আর নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করেছেন। জানা গেছে বাজেট বেড়ে যাবার কারণে প্যারামাউন্ট বেশ গাঁইগুঁই শুরু করেছে এর মধ্যে। ধারণা করা হচ্ছে চলচ্চিত্রটির বাজেট ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এতে প্যারামাউন্ট স্করসেসিকে অন্য অংশীদার খোঁজার পরামর্শ দেয়। এতে নির্মাতা ইউনিভার্সাল আর এমজিএমের সঙ্গেও যোগাযোগ করেন। শর্ত অনুযায়ী তারাও এর অংশীদার হতে পারবে। ডেভিড গ্র্যানের লেখা একই নামের ইতিহাসভিত্তিক উপন্যাস অবলম্বনে ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। কাহিনীর পটভূমি ১৯২০ দশকের ওকলাহোমা। বিষয়বস্তু ওসেজ নেশন হত্যাকান্ড। ১৯২১ থেকে ২২ সালের মধ্যে আদিবাসী আমেরিকানরা তাদের জমিতে খনিজ তেল পাওয়া গেলে রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যায়। এরপর ক্ষমতাবান শ্বেতাঙ্গরা সম্পদ দখলের জন্য একে একে তাদের হত্যা করে। ডিক্যাপরিয়ো কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন, ডি নিরো অভিনয় করবেন ইন্ডিয়ানদের হত্যাকান্ডের প্রধান হোতা উইলিয়াম হেইলের ভূমিকায়। প্রচুর আদিবাসী আমেরিকান অভিনেতা থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ