প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বুধবার সকালে বেশ কিছু ক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। কানাডা, দক্ষিণ আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট অংশের দর্শক নেটফ্লিক্স ব্যবহার করতে পারছিলেন না। মূলত আইফোন অপারেটিং সিস্টেম (আইওএস) ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হন। লকডাউনের সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম মানুষের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। তার প্রমাণ পাওয়া গেল বুধবার। ঘণ্টাখানেকের জন্য নেটফ্লিক্স ব্যবহার করতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকেরা। ছবি ও সিরিজ দেখায় বাধা পড়তেই রিপোর্ট করেছেন তাঁরা। ‘ডাউনডিটেক্টর ডট কম’-এর তথ্য অনুযায়ী, তাদের কাছে প্রায় এক হাজার তিনশোটি অভিযোগ জমা পড়ে।
ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে সমস্যার সমাধান করেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। বিবৃতি জারি করে নেটফ্লিক্স জানায়, ‘কানাডা, দক্ষিণ আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু মানুষ নেটফ্লিক্স খুলতে পারছিলেন না। কয়েক জন আইওএস ব্যবহারকারীর কাছ থেকে এই অভিযোগ আসে। এক ঘণ্টার মধ্যে সমস্যার সমধান হয়ে গিয়েছে। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
সূত্রঃ আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।