Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডায়নোসারের কঙ্কাল : বিক্রি হলো ৭৭ লাখ ডলারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:০২ পিএম

এ যাবতকালের আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষ (কঙ্কাল) বিক্রি হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে (৬৬ লাখ ৫০ হাজার ইউরো)। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে নিলামে এটি বিক্রি হয় বলে জানিয়েছে রয়টার্স।
কঙ্কালটি নিলামে উঠিয়েছে ড্রোআউট নামের একটি প্রতিষ্ঠান। কমিশন ও অন্যান্য খরচ বাদ দিয়ে এর দাম পড়ছে ৫৫ লাখ ইউরো। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ধারণা করেছিল, কঙ্কালটি ১২ থেকে ১৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হয়ে যাবে।
বিগ জন নামে পরিচিত এই ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় পাওয়া গিয়েছিল। ২ দশমিক ৬২ মিটার লম্বা ও দুই মিটার চওড়া কঙ্কালটির খোঁজ ২০১৪ সালে পাওয়া যায়। ছয় কোটি ৬০ লাখ বছরের পুরোনো দেহাবশেষটির ৬০ শতাংশ ২০১৫ সালে উদ্ধার করা হয়। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ