প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয়ের জন্য বহু সময় পরে হলেও, বলিউডের এখন হার্টথ্রব নীনা গুপ্তা। ৬২ বছরের অভিনেত্রীকে নিয়ে এখন একাধিক স্ক্রিপ্ট, সংবাদ শিরোনামে প্রায় রোজই রয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার আত্মজীবনী ‘সাচ কাহুন তো’। নিজের আত্মজীবনী তে শৈশবের অনেক অপ্রিয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। তার ছোটবেলা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। এক বার নয়, বারবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।
আত্মজীবনীতে নীনা লিখেছেন, ‘চোখ পরীক্ষা করতে এক চিকিৎসকের কাছে যাই। এরপর এমন সব জায়গায় পরীক্ষানিরীক্ষা চালাতে থাকে যার সঙ্গে চোখের কোনও সম্পর্ক নেই। আমি জড় পদার্থের মতো বসে ছিলাম। বাড়ি ফিরে এক কোনায় বসে কেঁদেছিলাম।’
নীনা আরো জানিয়েছেন এই সব নির্যাতনের কথা অন্য কাউকে তো দূরের কথা নিজের মা’কেও মুখ ফুটে বলতে পারেননি তিনি। মা’কে বলতে না পারার কারণ হিসেবে নীনা লেখেন, ‘মনে হয়েছিল মা বলবে দোষ আমার। আমি হয়ত এমন কিছু করেছি যে কারণে সেই ব্যক্তি এমন কাজ করার সাহস পেয়েছে। একবার নয়, বহুবার বিভিন্ন ডাক্তারের কাছে এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে আমাকে।’
এখানেই শেষ নয়, ১৬ বছর বয়সে ঠিক একই ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। এক দর্জির হাতেও যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি।
সে প্রসঙ্গে আত্মজীবনীতে লিখেছেন, ‘মেজারমেন্ট নেওয়ার সময় শরীরে এমন ভাবে হাত দিত খুব ভয় করত, খারাপ লাগত। কিন্তু বার বার ওখানেই ফিরে যেতে হত। মনে হত আমার কাছে কোনও চয়েস নেই। মাকে যদি বলতাম যে টেলারের কাছে আমি যেতে চাই না, তাহলে উনি আমাকে কারণ জিজ্ঞাসা করতেন, এবং তখন আমাকে এই সব ঘটনার কথা বলতে হত।’
উল্লেখ্য, ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নীনার সম্পর্কের কথা কারও অজানা নয়। ৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তারা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাদের সন্তান মাসাবা। কিন্তু কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ভিভ-নীনা। ভিভ পরে বিয়ে করেছিলেন মিরিয়মকে। অন্যদিকে পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন নীনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।